চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রাধানগর ইউনিয়নের চাঁড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৪ জানুয়ারী ) ভোরে তাদের পুশইন করা হয়।
পরে সকালে বিজিবির চাঁড়ালডাঙ্গা বিওপির টহলরত সদস্যরা তাদের ওই সীমান্তের ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবনগর এলাকা থেকে আটক গোমস্তাপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে।
আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তারা সবাই খুলনা ও যশোর জেলার বাসিন্দা।
পুশইন হওয়া ব্যক্তিরা জানান, তারা বাংলাদেশের নাগরিক। দীর্ঘদিন আগে দালালের মাধ্যমে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যান। গত ৩ বছর জেলে থাকার পর সপ্তাহখানেক আগে দিল্লির আগ্রার সেকেন্দারাবাদ থানা পুলিশ তাদের গ্রেফতার করে। এরপর মঙ্গলবার রাতে সীমান্তে তাদের জড়ো করা হয়। বুধবার ভোরে তাদের ওই সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেয়।
গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক জানান, তারা বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।