কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা দুর্বৃত্তের গুলিতে আবদুর রহিম প্রকাশ রইক্ষা (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি মুচনী নয়াপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে মুচনী নয়াপাড়া রেজিস্টার ক্যাম্পের বিকাশ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে টেকনাফ মডেল থানা পুলিশ তাকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং লাশের সুরতহাল কার্যক্রম সম্পন্ন করে।
নিহত আবদুর রহিমের স্ত্রী ছারা খাতুন বলেন, রাতে আমার স্বামীকে রোহিঙ্গা দুর্বৃত্তরা বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। তারপর থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল। সকালে খবর পাই বিকাশ মোড় এলাকায় আমার স্বামীর লাশ পড়ে আছে। আমার ঘরে দুই সন্তান রয়েছে। আমি সরকারের কাছে আমার স্বামী হত্যার বিচার চাই।
টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।