ইরানে গত কয়েকদিন ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে ২ হাজার ৫৭১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি বা এইচআরএএনএ।
সংস্থাটির তথ্য বলছে, নিহতদের মধ্যে ২ হাজার ৪০৩ জন বিক্ষোভকারী, ১৪৭ জন সরকার-সংশ্লিষ্ট ব্যক্তি, ১৮ বছরের কম বয়সী ১২ জন এবং বিক্ষোভে জড়িত নন এমন ৯ জন বেসামরিক নাগরিক রয়েছেন।
ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, মৃতের এ সংখ্যা গত কয়েক দশকে ইরানে সংঘটিত যেকোনো বিক্ষোভ বা অস্থিরতার তুলনায় অনেক বেশি।
মূল্যস্ফীতির জেরে শুরু হওয়া এ বিক্ষোভ গত তিন বছরে ইরানি কর্তৃপক্ষের জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জে পরিণত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। ইরান সরকার বলছে, শান্তিপূর্ণ অর্থনৈতিক বিক্ষোভ বৈধ হলেও নিরাপত্তা বাহিনী কড়া অবস্থান নিচ্ছে।
মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, শত শত মানুষ নিহত ও হাজার হাজার মানুষ আটক হয়েছে। কয়েক দিন ইন্টারনেট বন্ধ থাকায় তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। যদিও ফোন পরিষেবা আংশিক ফিরেছে।
এদিকে নিহতের সংখ্যা বাড়তে থাকায় মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ইরানি দেশপ্রেমিকরা, বিক্ষোভ চালিয়ে যা- তোমাদের প্রতিষ্ঠানগুলো দখল করে নাও।বিক্ষোভকারীদের নির্বিচার হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছি।