নাজমুলের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২৩ ঘন্টা আগে

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে পদত্যাগ করতে ক্রিকেটাররা আলটিমেটাম দিলেও তিনি এখন পর্যন্ত পদত্যাগ করেননি। দাবি পূরণ না হওয়ায় ক্রিকেটাররাও বৃহস্পতিবার মাঠে যাননি।

পরিচালক নাজমুল ইসলামের আচরণ ও কথাবার্তার প্রতিবাদ জানিয়ে বুধবার রাতে বাংলাদেশ ক্রিকেটারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন এক ভিডিও কনফারেন্সে পরিষ্কার জানিয়ে দেন, ‘এম নাজমুল ইসলাম বোর্ড থেকে পদত্যাগ না করলে অথবা তাকে বোর্ড থেকে সরিয়ে না দিলে আমরা বিপিএল খেলবো না।’

এদিকে, আজ ঢাকায় বিপিএল ফেরার কথা। সূচি অনুযায়ী দুপুর ১টা ও সন্ধ্যা ৬টায় দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। নির্ধারিত সময়ে মাঠে যাওয়ার কথা থাকলেও কোনো দলের ক্রিকেটার হোটেল ছেড়ে বের হননি। ফলে বিপিএলের আজকের দিনের খেলা মাঠে গড়ানো নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নাজমুলের পদত্যাগের দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে না নামার ঘোষণা দিয়ে টিম হোটেলে অবস্থান করছেন ক্রিকেটাররা।

এর আগে বিসিবি পরিচালক নাজমুল সংবাদ মাধ্যমকে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে খোঁজা দিয়ে বলেন, ক্রিকেটাররা খারাপ খেললে তাদের বেতন বা ফি কাটা হয় না। তাহলে বিশ্বকাপে দল না গেলে ক্রিকেটাররা কেন ক্ষতিপূরণ পাবেন? তার এমন মন্তব্যের প্রতিবাদে কোয়াব ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডাকে। সেখানে কোয়াব কর্মকর্তারা বোর্ড পরিচালক নাজমুলের পদত্যাগের আল্টিমেটাম দেন।

  • অনড়
  • ক্রিকেটাররা
  • দাবি
  • নাজমুল
  • পদত্যাগ
  • #