ইরানে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে অন্তত ৩ হাজার ৪২৮ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর)। এছাড়া ১০ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে আইএইচআর এ তথ্য নিশ্চিত করেছে।
এএফপির বরাতে সংবাদ সংস্থা আল আরাবিয়া জানিয়েছে, ৮ থেকে ১২ জানুয়ারির মধ্যে বিক্ষোভ সবচেয়ে তীব্র আকার ধারণ করেছিল। আর এ সময়েই অন্তত ৩ হাজার ৩৭৯ মানুষ নিহত হয়।
আইএইচআর-এর পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম এ প্রাণহানির তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, সাম্প্রতিক সময়ে রাস্তায় বিক্ষোভকারীদের ওপর ‘গণহত্যা’ চালানো হয়েছে। সাধারণ মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদকে সহিংসভাবে দমন করা হয়েছে। এতে হতাহতের সংখ্যা আরো বেড়েছে।
এদিকে আইএইচআর সতর্ক করে বলেছে, ৩ হাজার ৪২৮ জনের হিসাবকেও প্রকৃত সংখ্যার তুলনায় ‘সম্পূর্ণ সর্বনিম্ন’ ধরে নেয়া উচিত। সংস্থাটির মতে, নিহতের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে। কারণ বহু ঘটনা এখনো নথিভুক্ত হয়নি। এছাড়া ইন্টারনেট ঘাটতির কারণে তথ্যপ্রবাহও সীমিত ছিল।