মেয়েকে নিয়ে খালে ঝাঁপ, মা বেচে গেলেও মারা গেছে মেয়ে

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

চট্টগ্রামের আনোয়ারায় নিজের মেয়েকে নিয়ে খালে ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টাকালে ৮ বছর বয়সী মেয়ে রাইছার মৃত্যু হয়েছে। মা জান্নাতুল ফেরদৌস (৩২) চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার উপজেলার খাদ্য গুদামের পাশে ইছামতী খালে এই ঘটনা ঘটে।

নিহত রাইছা উপজেলার বারখাইন ইউনিয়নের সৈয়দ কুচাইয়া হাজী আফজাল আহমদের বাড়ির প্রবাসী কায়সারের মেয়ে। ২ ছেলে ১ মেয়ের মাঝে রাইছা সবার ছোটো। এবং সে সদরের এক কিন্ডারগার্টেনের কেজি স্কুলের শিক্ষার্থী। তার মা জান্নাতুল ফেরদৌস উপজেলার চাতরী ইউনিয়নের সুজারমল্লা পাড়ার আব্দুল লতিফের মেয়ে।
জান্নাতুল ফেরদৌসের মা খদিজা আক্তারের দাবি, শাশুড়ীর অত্যাচারে তার মেয়ে জান্নাতুল ফেরদৌস তার নাতনিকে নিয়ে খালে ঝাপ দেয়। তিনি এই ঘটনার জন্য মেয়ের শশুর বাড়ির লোকজনকে দায়ী করেন।

উদ্ধারকারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ জানান, এক ভ্যান চালকের কাছে খবর পেয়ে পৌণে ১টার দিকে মা-মেয়েকে উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মুছার্রাত জানান, পরীক্ষা নিরিক্ষার পর মেয়েটির মৃত্যু বিষয়ে নিশ্চিত হওয়া যায়। মেয়ের মাকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এ বিষয়ে আনোয়ারা সার্কেলে এএসপি সোহানুর রহমান সোহাগ বলেন, শিশুটিকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে, আর মাকে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করা হচ্ছে। ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • আনোয়ারা
  • খাল
  • চট্টগ্রাম
  • ঝাঁপ
  • #