এবার ক্রিকেটার কোয়াব সভাপতি মিঠুনকে হত্যার হুমকি

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ ঘন্টা আগে

বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন অপরিচিত নাম্বার থেকে হত্যা, অপহরণের মতো একের পর এক হুমকি পাচ্ছেন। এছাড়া হোয়াটসঅ্যাপ ও ফেসবুক ম্যাসেঞ্জারে তাকে হুমকি দেওয়া হচ্ছে। তার হুমকি পাওয়ার অডিও এবং বার্তা দেশের একটি গণমাধ্যমের হাতে এসেছে। দেশি-বিদেশি কয়েকটি অচেনা নম্বর থেকে এসব হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

মিঠুনের দাবি, নম্বরগুলো থেকে ফোন কল ও হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে গালাগালসহ এসব হুমকি দেওয়া হচ্ছে। হুমকিতে বলা হচ্ছে, ক্রিকেটাররা ‘দালালি’ করে দেশে ‘অস্থিতিশীল পরিবেশ’ সৃষ্টি করেছেন। ‘আজকের পর থেকে কোনো ক্রিকেটার বাংলাদেশের মাটিতে সুস্থভাবে হাঁটতে পারবে না’ বলেও হুমকি দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে মিঠুন হুমকি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আজ রাত ৯ টার পর থেকে এটার মাত্রা বৃদ্ধি পাচ্ছে। আমরা তো দেশের বিরুদ্ধে কোনো কথা বলিনি, তারপরও কেন এই হুমকি বুঝতে পারছি না। ক্রিকেটার হিসেবে আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলেছি, এটা কি অন্যায়?

এ ব্যাপারে আইনি কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা জানতে চাইলে মিঠুন বলেন, এখনো সেরকম কোনো পদক্ষেপ তিনি নেননি। তবে নেওয়ার কথা ভাবছেন।

  • কোয়াব
  • ক্রিকেটার
  • মিঠুন
  • সভাপতি
  • #