প্রতীকী ছবি
যশোর সদরের রামনগর ইউনিয়নে চুরির অভিযোগে শামীম হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ২টার দিকে স্থানীয় শ্রীকান্তনগর বাজারে আফিফ টেলিকম নামে একটি মোবাইল ব্যাংকিংয়ের দোকানের সামনে মারপিটের ঘটনা ঘটে। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শামীম হোসেন (৪৫) একই ইউনিয়নের বলাডাঙ্গা গ্রামের ছবদুলের ছেলে। তিনি মোবাইল ব্যাংকিংয়ের ওই দোকানটিতে চুরি করতে গিয়েছিলেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। এদিকে, হত্যার ঘটনায় আফিফ টেলিকমের মালিক আরাফাত হোসেনকে পুলিশ আটক করেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে শামিম শ্রীকান্তনগর বাজারে আরাফাত হোসেনের দোকানের সামনে গিয়ে দরজার পাল্লা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ওই সময় দোকান মালিক আরাফাত হোসেন ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে সিসিটিভি ক্যামেরায় দোকানের ভেতরে একজন মানুষ দেখতে পান। পরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়। স্থানীয়রা শামিমকে ধরে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের পাঠানো হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে।
কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) মমিনুল হক জানান, জিজ্ঞাসাবাদের জন্য দোকান মালিক আরাফাত হোসেনকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনার সময় উপস্থিত থাকা ব্যক্তিদের শনাক্ত এবং গণপিটুনির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।