কুষ্টিয়ায় রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৭ ঘন্টা আগে
প্রতীকী ছবি

কুষ্টিয়ায় পৌর এলাকায় বাড়ির সামনে মনিরুল (৪৫) নামে এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, ‘চোর সন্দেহে’ প্রতিবেশীরা তাকে মারধর করে রাস্তায় ফেলে গিয়েছে। শুক্রবার রাত ১২টার দিকে পৌর শহরের চর থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনিরুল স্থানীয় বাসিন্দা আশরাফ মণ্ডলের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা বলেন, অন্যান্য দিনের মতো শুক্রবার রাতেও বাড়ি ফিরে খাওয়া-দাওয়া সেরে ঘরের বাইরে গিয়েছিলেন মনিরুল। এর কিছুক্ষণ পর বাসার গেটের বাইরে শব্দ শুনতে পান তারা। পরে গেটের সামনে মনিরুলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মনিরুলকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী মনিরা খাতুনের অভিযোগ, কয়েকদিন ধরেই কয়েকজন প্রতিবেশী মনিরুলকে মারধর করার হুমকি দিয়ে আসছিল। শুক্রবার সন্ধ্যায়ও তারা হুমকি দিয়ে যায় যে- মনিরুলকে পুলিশের হাতে ধরিয়ে দাও, না হলে ওকে এলাকার লোকজন মেরে ফেলবে। এরাই আমার স্বামীকে মেরে বাসার সামনে লাশ ফেলে গেছে। সঠিক তদন্ত করলেই সবকিছু বেরিয়ে আসবে। আমার স্বামী নেশা করতো এটা ঠিক, কিন্তু ও কখনই চুরি করতে পারে না। আমি এ হত্যাকান্ডের বিচার চাই।

ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, নিহতের পা ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

 

  • কুষ্টিয়া
  • পিটিয়ে
  • রিকশাচালক
  • হত্যা
  • #