অষ্টম দিনে প্রার্থিতা পেলেন আরও ৪৫ জন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলছে চলছে প্রার্থীদের আপিল শুনানি। শনিবার শুনানির অষ্টম দিনে নিষ্পত্তি হয়েছে হয় ১১২টি আবেদনের। এর মধ্যে মঞ্জুর হয়েছে ৪৫টি আবেদন। তবে প্রার্থিতা ফিরে পাননি ৩৭ জন। বাকি ২১ জন প্রার্থীর আবেদন এখনও অপেক্ষমান রেখেছে নির্বাচন কমিশন।

অন্যদিকে, আবেদন প্রত্যাহার করে নিয়েছেন ৯ জন প্রার্থী। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে শনিবার ৫১১ থেকে ৬১০ নম্বর আপিলের শুনানি হয়।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৭২৩টি মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ৬৪৫টি আপিল হয়। শুক্রবার পর্যন্ত ৫১০টি আবেদনের শুনানি শেষে ৩৫৫ জনের মনোনয়নপত্র বৈধতা পায়। রোববার আপিল শুনানির শেষ দিন।

এর আগে, শুক্রবার ৭ম দিনে ৪৩টি আবেদনের শুনানি হয়। এর মধ্যে বৈধতা পায় ১৮টি এবং বাতিল করা হয় ২১টি। এছাড়া স্থগিত রাখা হয় ৪টি আবেদন। তবে এদিন কমিশনের শুনানি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় প্রার্থীদের মাঝে।

  • আপিল
  • নির্বাচন
  • শুনানি
  • #