নারায়ণগঞ্জে ভাসমান ড্রাম থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পানিতে ভাসমান একটি ড্রাম থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৩২ বছর বলে ধারণা করা হচ্ছে। রবিবার (১৮ জানুয়ারি) সকাল ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয়মনি স্কুল সংলগ্ন জালকুড়ি সড়কের ক্যানেল পাড় থেকে ড্রামটি উদ্ধার করে।

পুলিশ জানায়, স্থানীয়দের চোখে প্রথমে পড়ে ক্যানেলে ভাসতে থাকা সন্দেহজনক ড্রামটি। বিষয়টি অস্বাভাবিক মনে হলে তারা দ্রুত পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে ড্রামটি উদ্ধার করে খুলে পুলিশ ভেতরে একটি মরদেহ পায়। মরদেহে পচন ধরতে শুরু করায় তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পুলিশের প্রাথমিক ধারণা, ওই যুবককে হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে ড্রামের ভেতরে ভরে ক্যানেলে ফেলে দেওয়া হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই নুর আলম সিদ্দিকী জানান, ঘটনাটি অত্যন্ত রহস্যজনক। লাশ উদ্ধারের পর আশপাশের এলাকা ঘিরে তদন্ত শুরু করা হয়েছে। আলামত সংগ্রহের পাশাপাশি সম্ভাব্য প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে পুলিশ।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) আব্দুল বারিক কালের কণ্ঠকে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পরিচয় শনাক্ত করতে পিবিআই ও সিআইডি টিমকে অবহিত করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করছে পুলিশ।

  • উদ্ধার
  • ড্রাম
  • নারায়ণগঞ্জ
  • লাশ
  • #