শেরপুরে মেয়েকে গলা টিপে হত্যা বাবার, আরেক মেয়ে হাসপাতালে

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

শেরপুরের নকলায় নিজের মেয়েকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে বাবু মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় আহত আরেক মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রবিবার (১৮ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা বাবু মিয়া পলাতক রয়েছেন।

নিহত শিশুর নাম মরিয়ম বেগম (৭), বাবু মিয়ার মেয়ে। একই ঘটনায় তার সাড়ে তিন বছর বয়সী আরেক মেয়েকে গুরুতর আহত অবস্থায় শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শিশু মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত আরেক শিশু মিম আক্তারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জাানান, প্রাথমিকভাবে জানা গেছে, বাবু মিয়ার নৃশংসতার বলি হয়েছে তার দুই মেয়ে। সে গলা টিপে বড় মেয়ে মরিয়ম আক্তারকে হত্যা করেছে এবং ছোট মেয়ে মিম আক্তারকে গুরুতর আহত করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

  • গলা
  • টিপে
  • নকলা
  • মেয়ে
  • শেরপুর
  • হত্যা
  • #