চুনারুঘাটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ ঘন্টা আগে
প্রতীকী ছবি

হবিগঞ্জের চুনারুঘাটে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার সাদেকপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির গাছের ডালে ঝুলন্ত অবস্থায় থাকা মৃতদেহটি উদ্ধার করেছে চুনারুঘাট থানা পুলিশ। নিহত ব্যক্তি সাদেকপুর গ্রামের জিতু মিয়ার ছেলে রিঙ্কন মিয়া (২২)।

স্থানীয় ইউপি সদস্য ইকবাল মিয়া জানান, রবিবার ভোরে রিঙ্কন মিয়ার মরদেহ গাছের ডালে ঝুলতে দেখে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।

  • উদ্ধার
  • চুনারুঘাট
  • ঝুলন্ত
  • মরদেহ
  • যুবক
  • #