ক্রিকইনফোর দাবি অস্বীকার বিসিবির, তবে পাকিস্তান খেলবে

:
প্রকাশ: ৫ ঘন্টা আগে

কয়েক দফা আলোচনা করেও বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অনিশ্চয়তা এখনো কাটেনি। সর্বশেষ গত শনিবার আইসিসির প্রতিনিধির সঙ্গে ঢাকায় যে মিটিং হয়েছে তাতেও বিসিবি জানিয়ে দিয়েছে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ। এদিকে, বাংলাদেশ না খেললে নাকি বিশ্বকাপ থেকে সরে যেতে পারে পাকিস্তানও। এদিকে গালফ নিউজের খবর, এমন কোনো ভাবনা নেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। সংযুক্ত আরব আমিরাতের সংবাদ মাধ্যমটি তাদের সোমবারের প্রতিবেদনে লিখেছে, রেভস্পোর্টজকে নাকি পিসিবির ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, বাংলাদেশকে সমর্থনে বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান।

আইসিসির প্রতিনিধির সঙ্গে ঢাকায় যে মিটিং হয়েছে, সেখানে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল ২১ জানুয়ারি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানিয়েছে, আগামীকাল বুধবারই নাকি বাংলাদেশকে ফাইনাল সিদ্ধান্ত জানাতে হবে।
বিসিবি যদি ভারতে খেলতে যেতে না চায় তাহলে বাংলাদেশের বদলে নতুন দলকে সুযোগ দেবে আইসিসি। র‌্যাংকিংয়ের হিসাবে সেই দলটি হতে পারে স্কটল্যান্ড।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সময়সীমাকে অস্বীকার করেছে। নির্দিষ্ট কোনো তারিখ বা সময়সীমা জানানো হয়নি বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘গত ১৭ জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি আসেন এবং আমাদের ক্রিকেট দলের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক হয়। সেখানে আমাদের বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভেন্যুর ব্যাপারে আমরা তথ্যগুলো দিই যে ভেন্যুতে (ভারতে) খেলতে অপরাগ।’ আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বিকল্প ভেন্যু নিয়ে কথা হয়েছে বিসিবির। কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।

আমজাদ বলেছেন, ‘বিকল্প ভেন্যুর জন্য আমরা অনুরোধ করি। তাদের প্রতিনিধিদের সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়। তারা তখন আমাদের জানান যে এই বিষয়গুলো তারা আইসিসিকে অবহিত করবেন এবং পরবর্তীতে সিদ্ধান্ত আমাদের জানিয়ে দেবেন। এই ব্যাপারে নির্দিষ্ট কোনো তারিখ বা কবে জানাবেন, এসব কিছু জানাননি। শুধু বলেছে আমাদের পরবর্তী তারিখটা (সভার) কবে হবে জানিয়ে দেবে।

বাংলাদেশ না খেললে নাকি বিশ্বকাপ থেকে সরে যেতে পারে পাকিস্তানও। এদিকে গালফ নিউজের খবর, এমন কোনো ভাবনা নেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। সংযুক্ত আরব আমিরাতের সংবাদ মাধ্যমটি তাদের সোমবারের প্রতিবেদনে লিখেছে, রেভস্পোর্টজকে নাকি পিসিবির ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, বাংলাদেশকে সমর্থনে বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান।

আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই ভারতে। কিন্তু নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে নিজেদের ম্যাচগুলো সেখান থেকে সরিয়ে নিতে আইসিসির কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যা নিয়ে দুই দফায় এরই মধ্যে আইসিসির সঙ্গে বসেছে বিসিবি।
দুটি সভাতেই ভারতে বিশ্বকাপ খেলতে না যেতে আগের অবস্থানে অনড় থাকার কথা আইসিসিকে জানিয়ে দেয় বিসিবি। আইসিসিও জানিয়ে দেয়, সূচিতে কোনো পরিবর্তন তারা আনবে না।

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতের যাবে কিনা, সেই সিদ্ধান্ত আগামী বুধবারের মধ্যে নাকি বিসিবিকে নিতে বলেছে আইসিসি। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, বিশ্বকাপে খেলতে বাংলাদেশ যদি ভারতে না যায়, তাহলে বিকল্প দলকে বেছে নেওয়া হবে। র্যাঙ্কিং অনুযায়ী, সেই দল হবে স্কটল্যান্ড।

এদিকে, পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে পাকিস্তান। বাংলাদেশের দাবি না মানলে তারাও নাকি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। এর আগে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো আয়োজন করতে পিসিবির আগ্রহের কথাও আসে গণমাধ্যমে।

পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও সুপার পিসিবির এক সূত্রের বরাত দিয়ে সোমবার লিখেছে, বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা থাকায় নিজেদের অনুশীলন বন্ধ রেখেছে পাকিস্তান। এদিনই পরে পিসিবির আরেক সূত্রের বরাত দিয়ে গালফ নিউজ বলছে, বিশ্বকাপ বর্জনের কোনো ভাবনা নেই পাকিস্তানের। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে এই টানাপোড়েনের শুরু। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ধর্মীয় কিছু গোষ্ঠীর প্রতিবাদের মুখে বাংলাদেশের পেসারকে দল থেকে বাদ দিতে নির্দেশ দেয় ভারতীয় বোর্ড। পরে তাকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় কলকাতা নাইট রাইডার্স।

পাল্টা জবাবে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে আগামী মাসের বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ঘোষণা দেয় বিসিবি। বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নিতে আইসিসিকে চিঠি পাঠায় তারা।

ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠেয় বিশ্বকাপে আগামী ৭ ফেব্রুয়ারি উদ্বোধনী দিনেই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের। গ্রুপ পর্বে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দুটিও কলকাতায়, শেষটি নেপালের বিপক্ষে মুম্বাইয়ে।

  • টি টোয়েন্টি
  • বাংলাদেশ
  • বিশ্বকাপ
  • #