ল্যাম্পপোস্টের খুঁটিতে উঠে বিদ্যুৎপৃষ্ঠে প্রাণ গেল দুই বন্ধুর

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৩ ঘন্টা আগে

ময়মনসিংহে ল্যাম্পপোস্টের খুঁটিতে উঠে ল্যাম্পপোস্ট ‘চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে শহরের জেলা স্কুল হোস্টেল খেলার মাঠে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নগরীর মাদ্রাসা কোয়াটার এলাকার সেলিম মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৫) ও রাকিব মিয়া (২৪)। তাদের মধ্যে হৃদয় পেশায় মাছ বিক্রেতা। দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালী থানার ওসি মো. নাজমুস সাকিব।

পুলিশ জানায়, জেলা স্কুল হোস্টেল খেলার মাঠে একটি ল্যাম্পপোস্টের খুঁটিতে উঠে ল্যাম্পপোস্ট কেটে নিতে চেষ্টা করে রাকিব। এসময় পিডিবির তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ঠ হলে রাকিবের শরীর ঝলসে যায়। বিষয়টি হৃদয় দেখতে পেয়ে তাকে বাঁচাতে চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ঠ হন। খবর পেয়ে ফায়ারসার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আহত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে। তবে ঘটনাস্থলেই রাকিব মারা যায়। পরে স্থানীয়রা হৃদয়কে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মো. নাজমুস সাকিব বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি তারা ল্যাম্পপোস্টের উপর উঠে পুরো খুঁটিটি চুরি করার চেষ্টা করছিল। একপর্যায়ে দুজনই বিদ্যুৎস্পৃষ্ঠ হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • খুঁটি
  • বিদ্যুৎপৃষ্ঠ
  • মৃত্যু
  • ল্যাম্পপোস্ট
  • #