মান্দায় যুবকের মরদেহ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে
প্রতীকী ছবি

নওগাঁর মান্দায় রায়হান আলী নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার ভারশোঁ মৎস্যজীবী গ্রামের উৎরাইল বিলের একটি খালের পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

নিহত রায়হান আলী (২৩) ওই গ্রামের আবুল কালামের ছেলে। স্থানীয়রা খালের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে প্রথমে বিষয়টি নিশ্চিত হন এবং পরে পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে রায়হানের মরদেহ শনাক্ত করেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রায়হান কীভাবে ওই খালের পাশে গেলেন এবং কী কারণে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেনি। মরদেহে আঘাতের কোনো চিহ্ন ছিল কি না, তাও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

  • উদ্ধার
  • মরদেহ
  • মান্দা
  • যুবক
  • #