পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোারিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই নারী নিহতের খবর পাওয়া গেছে। তাছাড়া আহত হয়েছেন এক শিশুসহ অন্তত আরও পাঁচজন। মঙ্গলবার বিকেলে বোদা-দেবীগঞ্জ এশিয়ান হাইওয়ে সড়কের উপজেলার চন্দনবাড়ী ইউপি ভবন সংলগ্নবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, দেবীগঞ্জ উপজেলা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা বোদা উপজেলার দিকে যাচ্ছিল। পথেই চন্দনবাড়ি বাজার নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। আহতদের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
অন্যদিকে আহতদের উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বোদা থানার ওসি মো. শাহিন মালেক জানান, দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে। এই ঘটনায় বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।