প্রতীকী ছবি
রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার সামনে ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানা এলাকায় পদ্মা নদী থেকে আহাদ আলী কাজল (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার ১৭ দিন পরে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
নিহত আহাদ আলী কাজল চাঁপাইনবাবগঞ্জের চর বাগডাঙ্গা এলাকার মৃত ফিরোজ আলীর ছেলে। গত ৩ জানুয়ারি ব্যবসার কাজে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে যাননি।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩ জানুয়ারি এক সহকর্মীর সঙ্গে ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হয়েছিলেন কাজল। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় ওই দিনই চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল তার পরিবার।
মঙ্গলবার বিকেলে পদ্মা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গোদাগাড়ী নৌ পুলিশ এবং চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহের পরিচয় শনাক্ত করেন।
নিহতের ছোট ভাই ইসমাইল হোসেন অভিযোগ করে বলেন, ‘আমার ভাই কাজলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাকে অপহরণ বা প্রলুব্ধ করে নিয়ে গিয়ে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে।’
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই কাজলের মৃত্যু সম্পর্কে বিস্তারিত জানা যাবে ও সে অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। তবে রহস্য উদঘাটনে ঘটনার তদন্ত চলছে।’