নাটোরে সরকারি আইসিইউ সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্সে গণভোটের প্রচার!

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

নাটোর পৌরসভার গুরুত্বপূর্ণ আইসিইউ সুবিধাসম্পন্ন একটি অ্যাম্বুলেন্স গণভোটের প্রচারে ব্যবহার করা নিয়ে তুমুল সমালোচনা তৈরি হয়েছে। সোমবার সকাল থেকে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় এই অ্যাম্বুলেন্সটি ব্যবহারের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সমালোচনা তৈরি হলে মঙ্গলবার থেকে ভোটের প্রচারে অ্যাম্বুলেন্সটি ব্যবহার বন্ধ হয়ে যায়।

জানা যায়, অ্যাম্বুলেন্সটির গায়ে নির্বাচনী স্টিকার সাঁটানো হয়। সাউন্ড সিস্টেম নিয়ে সোমবার বেলা ১১টায় পৌরসভার গেটের সামনে প্রথমে ও পরে কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে চালানো হয় গণভোটের প্রচারণা। পৌর কার্যালয় সূত্রে জানা যায়, বন্ধুত্বের নিদর্শন হিসেবে ২০২২ সালের শুরুর দিকে ভারত সরকার নাটোর পৌরসভা, নাটোর আধুনিক সদর হাসপাতাল ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসিইউ সুবিধাসম্পন্ন একটি করে মোট তিনটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার দেয়। ওই বছরের ১৬ ফেব্রুয়ারি নাটোর পৌরসভা প্রাঙ্গণে তৎকালীন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার নাটোর পৌর মেয়র উমা চৌধুরীর কাছে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।

পৌর এলাকার বাসিন্দা সমাজকর্মী আব্দুল্লাহ আল মুনছুর মিন্টু বলেন, ‘জরুরি রোগী পরিবহনের জন্য নাটোর পৌরসভার নির্ধারিত অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা হচ্ছে ভোটের প্রচারে। এতে একদিকে যেমন জরুরি সেবায় বিঘ্ন ঘটছে, অন্যদিকে প্রশ্ন উঠছে প্রশাসনের নজরদারি নিয়েও। এটা যদি ভোটের কাজে ব্যবহার হয়, তাহলে অসুস্থ মানুষ যাবে কোথায়। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

এ বিষয়ে পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাগ্ফুরুল হাসান আব্বাসী বলেন, ‘বিষয়টি আমি জানি না। পৌরসভার নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেন।’

পৌরসভার নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান বলেন, অ্যাম্বুলেন্সটি হ্যাঁ-না ভোটের স্টিকার খুলে পৌরসভার গ্যারেজে রাখা হয়েছে। ভোটের গাড়িতে রূপান্তরের বিষয়ে পৌর কর্তৃপক্ষকে জানানো হয়নি। এমনকি কার নির্দেশনা অনুযায়ী অ্যাম্বুলেন্সটি প্রচারনায় নামানো হয়েছে তাও তিনি বলতে পারেননি। তবে বিষয়টি তিনি দেখবেন বলে জানান।

সূত্র : সমকাল

  • অ্যাম্বুলেন্স
  • গণভোট
  • নাটোর
  • প্রচার
  • #