রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে যুবক নিহত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১১ ঘন্টা আগে

রাজধানীর পল্টন থানার খদ্দার মার্কেটের সামনে আজমেরী পরিবহণ ও ভিক্টর পরিবহণের দুটি বাসের মাঝে চাপা পড়ে ইলিয়াস হোসেন (২৫) নামে এক বাস হেলপার নিহত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াস ভিক্টর পরিবহনের হেলপার ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ওই সময় খদ্দার মার্কেটের সামনে দুটি বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন ইলিয়াস। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

নিহত ইলিয়াস হোসেন পটুয়াখালী জেলার কলাচিপা থানার চর বিশ্বাস গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুর রশিদ সরকারের ছেলে।

নিহতের বোন রোকসানা বলেন, আমার ভাই ভিক্টর পরিবহনের হেলপার ছিল। সন্ধ্যার পর জানতে পারি, আজমেরী পরিবহন ও ভিক্টর পরিবহনের বাসের মধ্যে চাপা পড়ে সে গুরুতর আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় এবং ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন আমার ভাই মারা যায়। তিনি আরও জানান, এ ঘটনায় আজমেরী পরিবহন ও সংশ্লিষ্ট চালক বর্তমানে পল্টন থানা পুলিশের হেফাজতে রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, পল্টন এলাকা থেকে আহত অবস্থায় এক বাস হেলপারকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসাধীন ১০২ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।

  • নিহত
  • বাসচাপা
  • যুবক
  • রাজধানী
  • #