ময়মনসিংহের মুক্তাগাছায় একদল দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. শফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কুমারগাতা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শ্যামপুর ঘুষবাড়ী (পুলিশ মোড়) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম ওই এলাকার তাশেম আলীর বড় ছেলে। নিহতের ঘরে স্ত্রী ও ৩ সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাধারণ খেটে খাওয়া মানুষ ছিলেন শরিফুল। এলাকায় তার কোনো শত্রু ছিল না। মঙ্গলবার একদল দুর্বৃত্ত শফিকুলের শয়নকক্ষে প্রবেশ করে এবং ঘরের মালামাল লুট করতে থাকে। সজাগ পেয়ে বিষয়টি দেখে ফেলতেই দুর্বৃত্তের দল তার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
এ প্রসঙ্গে নিহতের বাবা তাশেম আলী বলেন, আমার ছেলের কোনো শত্রু ছিল না। তবে কেন তাকে এভাবে খুন করল আমার জানা নাই। পুলিশের কাছে আমার ছেলের হত্যাকারীদের কঠিন বিচার চাই।
এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।