হালুয়াঘাটে পুলিশের কনস্টেবলকে কুপিয়ে জখম, স্বেচ্ছাসেবক দল নেতার ছেলের বিরুদ্ধে অভিযোগ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে
প্রতীকী ছবি

ময়মনসিংহের হালুয়াঘাটে দায়িত্ব পালনকালে ইজাজুল হজ এজাজ নামে পুলিশের এক কনস্টেবলকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিনের ছেলে মো. লিয়ন নামে এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে পৌর শহরের পাগলপাড়া এলাকায় পুলিশের চেকপোস্টে এ ঘটনা ঘটে। অভিযুক্ত লিয়ন (২৮) ওই এলাকার রুহুল আমিন খানের ছেলে।

পুলিশ জানিয়েছে, হালুয়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিনের ছেলে মো. লিয়ন (২৮) ওই পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করেছেন। ঘটনার পর লিয়ন পালিয়ে গেছেন। তাঁর বাবা রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, বৃহস্পতিবার গভীররাতে পুলিশের চেকপোস্ট চলাকালে লিয়ন (২৮) দা দিয়ে কুপিয়ে কনস্টেবল ইজাজুল হজ এজাজকে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হালুয়াঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য লিয়নের বাবা রুহুল আমিনকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত লিয়নকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • কনস্টেবল
  • কুপিয়ে
  • জখম
  • পুলিশ
  • হালুয়াঘাট
  • #