যুক্তরাষ্ট্রে স্ত্রীসহ ৪ আত্মীয়কে গুলি করে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে
ছবি : অভিযুক্ত আটলান্টার বাসিন্দা বিজয় কুমার ও তার স্ত্রী মীমু ডোগরা

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে ভারতীয় স্বামীর গুলিতে স্ত্রীসহ চারজন নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় ঘরের ভেতরে থাকা তিনজন শিশু অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে। আটলান্টায় অবস্থিত ভারতীয় মিশন এ তথ্য জানিয়েছে।

ফক্স৫ আটলান্টার প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তির নাম বিজয় কুমার (৫১)। তিনি আটলান্টার বাসিন্দা। গুইনেট কাউন্টি পুলিশের তথ্য অনুযায়ী, নিহতরা হলেন— বিজয় কুমারের স্ত্রী মীমু দোগরা (৪৩), গৌরব কুমার (৩৩), নিধি চন্দর (৩৭) এবং হরিশ চন্দর (৩৮)।

অভিযুক্ত বিজয় কুমারের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে—চারটি গুরুতর হামলার অভিযোগ, চারটি ফৌজদারি হত্যা, চারটি পরিকল্পিত হত্যা, প্রথম ডিগ্রিতে শিশু নির্যাতনের একটি অভিযোগ এবং তৃতীয় ডিগ্রিতে শিশু নির্যাতনের দুটি অভিযোগ।

পুলিশ জানায়, শুক্রবার স্থানীয় সময় রাত প্রায় ২টা ৩০ মিনিটে ব্রুক আইভি কোর্ট এলাকার একটি বাড়ি থেকে জরুরি ফোন পায় তারা। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বাড়ির ভেতরে চারজন প্রাপ্তবয়স্কের মরদেহ উদ্ধার করে। প্রত্যেকের শরীরেই গুলির আঘাত ছিল এবং সবাই ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ আরো জানায়, গোলাগুলি শুরু হওয়ার সময় বাড়িতে তিনটি শিশু ছিল। নিজেদের বাঁচাতে তারা একটি আলমারির ভেতরে লুকিয়ে পড়ে। তিন শিশুর একজন ৯১১ নম্বরে ফোন করতে সক্ষম হয়। তার দেওয়া গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে বলে তদন্তকারীরা জানান। শিশুরা সবাই নিরাপদ রয়েছে এবং পরে পরিবারের এক সদস্য তাদের নিয়ে গেছেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার ভোরে জর্জিয়ার লরেন্সভিল শহরের একটি বাড়িতে এই গোলাগুলির ঘটনা ঘটে। এতে চারজন নিহত হন। ঘটনার সময় বাড়ির ভেতরে তিনটি শিশু উপস্থিত ছিল। আটলান্টায় ভারতীয় কনস্যুলেট জেনারেল এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। তারা জানিয়েছে, অভিযুক্ত হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিহতদের পরিবারের পাশে থেকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় কনস্যুলেট জানায়, ‘একটি মর্মান্তিক বন্দুক হামলার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত, যা কথিত পারিবারিক কলহের জেরে সঙ্গে জড়িত। এ ঘটনায় কয়েকজন ভারতীয় নিহত হয়েছেন। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং শোকাহত পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।’

 

  • আত্মীয়
  • গুলি
  • যুক্তরাষ্ট্র
  • স্ত্রী
  • হত্যা
  • #