প্রতীকী ছবি
রাজধানীর বাড্ডা থানার উত্তর বাড্ডা ৪নং রোডের একটি বাসার ছাদের ওপর থেকে সুবীর বিশ্বাস (৩০) নামে এক যুবকের গুরুতর জখম অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুবীর পেশায় একজন ব্যাংক কর্মকর্তা। শুক্রবার রাতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আরাফাত হোসেন বলেন, আমরা খবর পেয়ে উত্তর বাড্ডার ৪নং রোডের ১২নং বাসার নয়তলার ছাদের ওপর গুরুতর আহত অবস্থায় সুবীর বিশ্বাসকে উদ্ধার করি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কী কারণে তার মৃত্যু হয়েছে তা বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ধারণা করা হচ্ছে, তার মৃত্যুটি রহস্যজনক।
তিনি আরো বলেন, নিহতের গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়। তিনি রাজৈর উপজেলার বাউনগতি এলাকার শচীন বিশ্বাসের ছেলে। নিহত একজন ব্যাংকার বলে জানতে পেরেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।