বাড্ডায় নারীর মরদেহ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে

রাজধানীর উত্তর বাড্ডায় মৌসুমি আক্তার (৩০) নামে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে মারা গেছেন তিনি।

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামের মো. সুলতানের মেয়ে মৌসুমি আক্তার। বর্তমানে উত্তর বাড্ডা আলীর মোড় পূর্বাঞ্চল লেন পরিবারের সঙ্গে থাকতেন।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতিমা সিদ্দিক সোমা শনিবার (২৪ জানুয়ারি) ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে। পুলিশ কনস্টেবল বেলালকে সঙ্গে নিয়ে স্বজনরা রাত সাড়ে ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৌসুমি আক্তারকে মৃত ঘোষণা করেন।

 

  • উদ্ধার
  • নারী
  • বাড্ডা
  • মরদেহ
  • #