চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় অসুস্থ হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। সমাবেশে পদদলিত হয়ে আহত হয়েছেন আরও দুইজন। আজ রোববার দুপুরে আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত কিশোরের নাম সাইদুল ইসলাম। তার বয়স ১৪ বছর। চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকার বাসিন্দা ওই কিশোর। আহত দুইজন হলেন জসিম উদ্দিন (৪০) ও মো. রাকিব (১৫)। সমাবেশে মানুষের ভিড়ে ‘হিট স্ট্রো’কে হতাহতের এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকরা।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন বলেন, পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বিএনপির সমাবেশ থেকে দুইজনকে মুমূর্ষু অবস্থায় দুপুরে হাসপাতালে আনা হয়েছে। তাদেরকে ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছে। একটি বেসরকারি হাসপাতাল থেকে তার লাশ হাসপাতালে আনা হচ্ছে বলে জেনেছি, আমরা।