নির্বাচনী পদযাত্রার আগে এনসিপির দুই নেতার পদত্যাগ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ দিন আগে

চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী পদযাত্রা। সোমবার বন্দর নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে দলটির নেতাকর্মীরা ভোটের প্রচারণা চালাবেন। দলের প্রধান নাহিদ ইসলামও এই পদযাত্রায় যোগ দেবেন। তবে এই কর্মসূচি শুরুর আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম অঞ্চলের অন্তত দুজন নেতা।

তারা হলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও পার্বত্য অঞ্চলের তত্ত্বাবধায়ক ইমন সৈয়দ এবং চট্টগ্রাম মহানগরের জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়কারী ও বান্দরবান জেলার সদস্যসচিব এরফানুল হক। তারা দুজনই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

  • এনসিপি
  • দুই নেতা
  • পদত্যাগ
  • #