ম্যাচকাঠি জ্বালাতেই রান্নাঘরে আগুন, যুবকের মৃত্যু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ দিন আগে

রাজধানীর মুগদার একটি বাসায় গ্যাসের আগুনে দগ্ধ হয়ে এক যুবকের প্রাণ গেছে। সোমবার দুপুর দেড়টায় ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে তার মৃত্যু হয়ে বলে পুলিশ জানিয়েছে।

উজ্জ্বল হোসেন নামে ৩০ বছরের সেই যুবক মুগদার মান্ডার তৃতীয় তলা একটি ভবনের দ্বিতীয় তলায় ভাড়ায় থাকতেন। তার গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুরে।

উজ্জ্বলের বাবা জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাত ১টার দিকে ডিম ভাঁজতে রান্নাঘরে যায় উজ্জ্বল। গ্যাসের চুলা জ্বালাতে ম্যাচ ব্যবহার করা মাত্রই আগুন ধরে যায়। এতে সে দগ্ধ হয়। পরে ভোরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এনে ভর্তি করা হয়।

চিকিৎসকের বরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, উজ্জ্বলের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসা চলা অবস্থায় দুপুরে তিনি মারা যান।

  • আগুন
  • কাঠি
  • মৃত্যু
  • ম্যাচ
  • যুবক
  • #