প্রতিমন্ত্রীর সঙ্গে ইউএনএফপিএ’র নির্বাহী পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে  জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি জেনারেল ও নির্বাহী ইউএনএফপিএ‘র পরিচালক ড. নাতালিয়া কানেম মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমির সঙ্গে আজ বৃহস্পতিবার (১৬ মে)  সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় ড. কানেম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি  জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শক্তিশালী ভূমিকার জন্য সাধুবাদ জানান।

প্রতিমন্ত্রী জেন্ডারভিত্তিক সহিংসতা এবং বাল্যবিয়ে প্রতিরোধে ইউএনওর সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এ সময়মাতৃস্বাস্থ্য, কিশোর-কিশোরীদের দক্ষতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন নিয়েও আলোচনা হয়।

#