সিএনজিতে ট্রাকের ধাক্কা, শিক্ষার্থীসহ নিহত ২

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই এক মাদরাসা শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত তিনজন। 

বুধবার (২৯ তারিখ) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজার এলাকায় জাহেদিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি সিএনজি ও পথচারীদের ধাক্কা দিয়ে মহাসড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।

দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে একজন বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী খাদিজা মাশমুম। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার বলেন, চট্টগ্রাম যাওয়ার পথে বড়তাকিয়া এলাকায় যানজট দেখতে পেয়ে ঘটনাস্থলে আসি। দুর্ঘটনার বিষয়টি জানার পর ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে দ্রুত অবহিত করা হয়। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

 

  • চট্টগ্রাম
  • মিরসরাই
  • #