রাজধানীর মুগদা হাসপাতালের গেইটের বাইরে থেকে অপহরণের শিকার তিন বছরের শিশুটিকে গাইবান্ধা থেকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে সিআইডির বিশেষ পুলিশ সুপার বদরুল আলম মোল্লা গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এর আগে বুধবার দুপুর ১টার দিকে মুগদা হাসপাতালের গেইটের বাইরে থেকে শিশুটিকে নিয়ে উধাও হয় এক ব্যাটারির রিকশাচালক। এ ঘটনায় মুগদা থানায় মামলা হয়।
ছেলেটির বাবা সুইজারল্যান্ড প্রবাসী। সপরিবারে তারা সুইজারল্যান্ডেই থাকতেন। তবে এক বছর আগে মা-ছেলে দেশে ফিরে ঢাকার সবুজবাগে থাকছেন।