পাবনায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৩ ঘন্টা আগে
প্রতীকী ছবি

পাবনা সদরের চড়ুইমারী এলাকায় মেহগনি বাগান থেকে পুলিশ ইমরান হোসেন ওরফে কালু (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে। মাদক  সেবনের সময় বাকবিতণ্ডার এক পর্যায়ে বন্ধুরা তাকে ছুরিকাঘাত করে হত্যার পর পালিয়ে যায়। নিহত কালু দাপুনিয়া ইউনিয়নের খোড়কা উপুরপাড়া গ্রামের ইকরাম হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রমতে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক ৯টায় কালু ও তার কয়েকজন বন্ধু বাগানের পেছনে মাদক সেবন করছিলেন। এ সময় মাদক নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে বন্ধুরা তাকে ছুরিকাঘাত করে। পরে ঘটনাস্থল থেকে অন্য বন্ধুরা পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, স্থানীয়দের থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলমান আছে।

ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পুলিশ ঘটনাস্থল ও সংশ্লিষ্টদের খুঁজে বের করতে তৎপর রয়েছে।

  • ছুরিকাঘাত
  • পাবনা
  • যুবক
  • হত্যা
  • #