প্রতীকী ছবি
নওগাঁর মহাদেবপুর উপজেলায় বেসরকারি একটি প্রতিষ্ঠান থেকে শুক্রবার দুপুরে প্রতিষ্ঠানটির নৈশপ্রহরী শাকিব হোসেনের (২৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শাকিব উপজেলার এনায়েতপুর গ্রামের লিটনের ছেলে।
প্রতিষ্ঠানটির ম্যানেজার মফিজুল ইসলাম জানান, শাকিব বৃহস্পতিবার সন্ধ্যায় অফিসে আসেন এবং যথারীতি দায়িত্ব পালন করেন। শুক্রবার ছুটির দিন থাকায় অফিস সকাল থেকে সম্পূর্ণ ফাঁকা ছিল। শাকিবের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন তিনি।
জানা গেছে, প্রায় ৭ মাস আগে বিয়ে করেন শাকিব। তার মৃত্যুটি রহস্যজনক বলেও অনেকে মন্তব্য করেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।