বিয়ের আগে শারীরিক সম্পর্ক, প্রেমিক-প্রেমিকাকে ১৪০ বেত্রাঘাত

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ৫ ঘন্টা আগে

বিয়ের আগেই শারীরিক সম্পর্ক ও মদপানের অভিযোগে ইন্দোনেশিয়ায় এক যুগলকে ১৪০ বার বেত্রাঘাত করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২১ বছর বয়সী অভিযুক্ত ওই তরুণীকে তিন নারী অফিসার বেত দিয়ে আঘাত করেন। সে সময় কাঁদতে কাঁদতে ওই তরুণী অজ্ঞান হয়ে পড়েন। পরে নারী অফিসাররা অ্যাম্বুলেন্সে ওই তরুণীকে স্টেজ থেকে নিয়ে যান।

বৃহস্পতিবার ওই যুগলকে ছাড়াও আরও চারজনকে বেত্রাঘাত করা হয়েছে। তাদের মধ্যে দেশটির ইসলামিক ফোর্সের একজন সদস্যও ছিল। প্রত্যেকের বিরুদ্ধে ইসলামি শরিয়া আইন লঙ্ঘন করার অভিযোগ আনা হয়েছিল।

দেশটির আচেহ প্রদেশে শরিয়া আইন ভঙ্গ করলে বেত্রাঘাত একটি নিয়মিত শাস্তি। প্রদেশটিতে কেউ বিয়ের আগে শারীরিক সম্পর্ক করলে ১০০ বেত্রাঘাত শাস্তি পাবেন। এ ছাড়া মদ পান করলে অভিযুক্তকে ৪০ বার বেত্রাঘাত করা হয়।

বিবিসি জানিয়েছে, গতকাল দেশটির ইসলামিক ফোর্সের এক সদস্যকে ২৩ বার বেত্রাঘাত করা হয়। প্রাইভেট জায়গায় নারী পার্টনারের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটানোর জন্য তাকে এই শাস্তি দেওয়া হয়।

আচেহর ইসলামিক ফোর্সের প্রধান মুহাম্মদ রিজাল বিবিসিকে বলেছেন, বাহিনীর ওই সদস্যকে তার পার্টনারের বাড়িতে ধরা হয়েছে। ওই সদস্যকে বরখাস্ত করা হবে বলে জানান তিনি।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইন্দোনেশিয়ার একমাত্র প্রদেশ আচেহ যেখানে শরিয়া আইন কার্যকর এবং অধিকাংশ অপরাধের শাস্তি হিসেবে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়।

  • ইন্দোনেশিয়া
  • বেত্রাঘাত
  • মদপান
  • শারীরিক সম্পর্ক
  • #