গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১২ ঘন্টা আগে

উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি প্রকৌশলীদের জন্য ৩৩ শতাংশ কোটার সিদ্ধান্তের প্রতিবাদে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ডিপ্লোমা প্রকৌশলের শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে একঘণ্টা তাদের অবরোধের ফলে তীব্র যানজটে দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা।

‘ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন’ এর ব্যানারে অবরোধ-বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিএসসি প্রকৌশলীদের কোটার প্রতিবাদ জানান তারা। পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত দাবি সংক্রান্ত বিষয়গুলোর যৌক্তিকতা পরীক্ষা করে সুপারিশ দিতে গঠিত কমিটি বৃহস্পতিবার উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি প্রকৌশলীদের ৩৩ শতাংশ কোটার প্রস্তাব দেয়।

এই সুপারিশ বাতিলসহ ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি না মানা হলে শনিবার সারা দেশে সড়ক ও রেলপথ ‘ব্লকেড’ এবং রোববার ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।

গাজীপুরের বাসন থানার ওসি মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

  • অবরোধ
  • গাজীপুর
  • ডিপ্লোমা
  • বিক্ষোভ
  • মহাসড়ক
  • শিক্ষার্থী
  • #