ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার এবং ফ্লাইট ক্রুদের একজন সদস্যের মোবাইল ফোন থেকে দেশটির সশস্ত্রবাহিনী সংকেত শনাক্ত করেছে বলে জানা গেছে। পূর্ব আজারবাইজান প্রদেশের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার আসগর আব্বাসগোলিজাদেহকে উদ্ধৃত করে বার্তা সংস্থা তাসনিমকে জানিয়েছে, আমরা এখন সব সামরিক বাহিনী নিয়ে এলাকার দিকে অগ্রসর হচ্ছি এবং আমি আশা করি আমরা জনগণকে সুসংবাদ দিতে পারব।
তবে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমিরাব্দুলাহিয়ান নিহত হয়েছেন বলে শঙ্কা প্রকাশ করেছেন ইরানের এক কর্মকর্তা। নাম গোপন রাখার শর্তে ইরানি কর্মকর্তা বলেছেন, হেলিকপ্টার বিধ্বস্তের পর প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা এখনো আশাবাদী। তবে দুর্ঘটনাস্থল থেকে যে তথ্য আসছে সেগুলো খুবই চিন্তার।
হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমতি এবং ওই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে–হাশেম ছিলেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়েছে, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি পার্বত্য অঞ্চল এবং বনজঙ্গলে ঘেরা।
৪০টিরও বেশি উদ্ধারকারী দল অনুসন্ধান তৎপরতা চালাচ্ছে : এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি পাওয়া যাওয়ার সংবাদ প্রকাশ করেছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম। কিন্তু প্রেসিডেন্ট রাইসি এবং অন্যান্যদের অবস্থা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, কুকুর ও ড্রোন ব্যবহার করে ৪০টিরও বেশি উদ্ধারকারী দলকে অনুসন্ধানের জন্য ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
বিধ্বস্ত হেলিকপ্টার খুঁজে পাওয়ার অসমর্থিত : তবে ইরানের রেড ক্রিসেন্টের এক কর্মকর্তা, যিনি হেলিকপ্টারটির উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন, তিনি জানিয়েছেন হেলিকপ্টারটি খুঁজে পাওয়ার উদ্ধার অভিযান এখনো চলছে। স্থানীয় কিছু সংবাদমাধ্যম বিধ্বস্ত হেলিকপ্টার খুঁজে পাওয়ার ‘অসমর্থিত’ তথ্য প্রকাশ করেছে। দেশটির রাষ্ট্রয়াত্ত টেলিভিশনের এক সাংবাদিক জ্বালানিমন্ত্রী আলী আকবর মেহরাবিয়ানের বরাতে জানিয়েছেন, হেলিকপ্টার খুঁজে পাওয়ার কোনো তথ্য তাদের কাছে নেই।
ভারী বৃষ্টি ও ঘন কুয়াশার উদ্ধারকাজ ব্যাহত : হেলিকপ্টার দুর্ঘটনার পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ তাঁদের সঙ্গীদের খোঁজ পাওয়া যাচ্ছে না। সেখানে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। আজ রোববার দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। সেখানে ভারী বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে পাঁচ মিটারের বেশি দূরত্বে কিছু দেখা যাচ্ছে না।
দেশের কাজে কোনো ব্যাঘাত ঘটবে না : ইরানের সর্বোচ্চ নেতা : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবরে ইরানিদের ‘চিন্তা না করার’ আহ্বান জানিয়ে বলেছেন, দেশের কাজে কোনো ব্যাঘাত ঘটবে না। এ অবস্থায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জনগণকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা আশা করি সর্বশক্তিমান সৃষ্টিকর্তা সম্মানিত প্রেসিডেন্ট ও তার সহচরদের জাতির কাছে ফিরিয়ে দেবেন। তিনি আরো বলেন, ইরানের জনগণের উদ্বিগ্ন হওয়া উচিত নয়, দেশের কাজে কোনো বিঘ্ন ঘটবে না।
প্রেসিডেন্টের মুখপাত্রের ধৈর্য, প্রার্থনা ও আস্থা রাখার আহ্বান : অন্যদিকে প্রেসিডেন্টের মুখপাত্র ধৈর্য, প্রার্থনা ও আস্থা রাখার আহ্বান জানিয়েছেন। আলি বাহাদোরি জাহরোমি বলেন, আমরা কঠিন ও জটিল অবস্থার সম্মুখীন হচ্ছি। প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনার সর্বশেষ খবর সম্পর্কে সচেতন হওয়া জনগণ ও গণমাধ্যমের অধিকার।’= তিনি আরো বলেন, তবে দুর্ঘটনাস্থলের স্থানাঙ্ক এবং আবহাওয়ার অবস্থা অনুযায়ী এখন পর্যন্ত নতুন কোনো খবর নেই। এই মুহূর্তে, ধৈর্য, প্রার্থনা ও উদ্ধারকারী গোষ্ঠীর ওপর আস্থা রাখাই এগিয়ে যাওয়ার পথ।
মৃত্যু হলে কে হবেন পরবর্তী প্রেসিডেন্ট : যদি এই দুর্ঘটনায় রাইসি নিহত হন তাহলে দেশটির দায়িত্ব নেবেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। ইরানের সংবিধানে বলা আছে, প্রেসিডেন্টের মৃত্যু হলে সর্বোচ্চ ধর্মীয় নেতার অনুমোদন সাপেক্ষে দায়িত্বভার গ্রহণ করবেন ভাইস প্রেসিডেন্ট। ইরানের সংবিধানে আরও বলা আছে, সর্বোচ্চ ধর্মীয় নেতা হলেন রাষ্ট্রের প্রধান। আর প্রেসিডেন্ট হলেন সরকার প্রধান এবং সেকেন্ড ইন কমান্ড।
আজারি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের : রাইসি রবিবার ইরান-আজারবাইজান সীমান্তের কাছে একটি এলাকা থেকে ফিরে আসছিলেন, যেখানে তিনি তার আজারি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে দুটি বাঁধের উদ্বোধন করেন। আলিয়েভ বলেছেন, হেলিকপ্টার দুর্ঘটনার খবর শুনে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। আজারবাইজান যেকোনো সহায়তার জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি : ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সঙ্গীদের নিয়ে বহনকারী হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি। বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের তৈরি এ হেলিকপ্টারের মডেল বেল ২১২। দুই ব্লেডের মাঝারি এই হেলিকপ্টারের আসন সংখ্যা ১৫। যার মধ্যে একজন পাইলটের আসন।