ভূমধ্যসাগরের মাল্টা উপকূল থেকে ৩৫ বাংলাদেশি উদ্ধার

: আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

ভূমধ্যসাগরীয় মাল্টা উপকূলে একটি দুর্দশাগ্রস্ত নৌকা থেকে ৩৫ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দাতব্য সংস্থার জাহাজ ওশান ভাইকিংয়ের উদ্ধারকারী দল। খবর এএফপির। ভূমধ্যসাগরে ঢেউয়ের মধ্যে অন্ধকারে নৌকা আকৃতির কিছু একটা আছে, এমনটা মনে হচ্ছিল। ৩৫ জন পাশাপাশি ফাইবার গ্লাসের এক নৌকায় গাদাগাদি করে বসে আছেন। সেই অবস্থা থেকে সোমবার ভোরে ভূমধ্যসাগরে মাল্টা ও ইতালির মধ্যকার জলসীমা থেকে তাঁদের উদ্ধার করা হয়। তাঁরা সবাই বাংলাদেশি।

তারা তিন দিন ধরে সাগরে নৌকায় ভাসছিলেন। উত্তর লিবিয়ার বেনগাজি থেকে যাত্রা শুরু করেন। তারা ইতালির সিসিলি দ্বীপে যেতে চেয়েছিলেন। দাতব্য সংস্থা এসওএস মেডিটেরানি জানায়, ২০১৯ সাল থেকে ভূমধ্যসাগরে ১০ হাজার অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে তাদের উদ্ধার জাহাজ ওশান ভাইকিং। সর্বশেষ এ ৩৫ জনকে উদ্ধার করলো জাহাজটি। ইতালি কর্তৃপক্ষ উদ্ধার হওয়া ব্যক্তিদের অ্যাড্রিয়াটিক উপকূলে দেশটির অটোনা বন্দরে নামানোর অনুমতি দিয়েছে।

ইউরোপমুখী অনিয়মিত অভিবাসন স্রোতের সামনের সারির দেশগুলোর মধ্যে ইতালি অন্যতম। প্রায়ই দেশটি সমুদ্রে উদ্ধারস্থল থেকে অনেক দূরের বন্দরে অভিবাসনপ্রত্যাশীদের নামাতে  উদ্ধার জাহাজগুলোকে নির্দেশনা দেয়।

#