১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ মাস আগে

তিন ম্যাচের টি-টোয়েন্টি ও সমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে এবার দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। সিলেটে প্রথম ম্যাচ শুরু আগামী শুক্রবার। এই ম্যাচের জন্য আজ টিকিটের দাম জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বনিম্ন ১০০ টাকায় গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন সমর্থকরা। সর্বোচ্চ টিকিটের দাম ধরা হয়েছে ১০০০ টাকা।
সিলেট স্টেডিয়ামের গ্রিন গ্যালারি ও পশ্চিম গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ১০০ টাকা, পূর্ব গ্যালারি ২০০ টাকা। স্টেডিয়ামের ক্লাব হাউজে বসে খেলা দেখতে খরচ করতে হবে ৩০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ১০০০ টাকা।সিলেট টেস্টের টিকিট পাওয়া যাবে সিলেট ক্রিকেট স্টেডিয়ামের টিকিট কাউন্টারে।

#