পরীমনির নতুন যাত্রা শুরু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ years ago

এবার সিনেমা ক্যারিয়ারের নতুন অধ্যায়ে পা রাখলেন বাংলাদেশের আলোচিত নায়িকা পরীমনি। আনুষ্ঠানিকভাবে শুরু হলো তাঁর টলিউড–যাত্রা। কলকাতায় প্রথম সিনেমা ‘ফেলুবকশি’র শুটিংয়ের জন্য ওপার বাংলায় পাড়ি জমালেন পরীমনি। পরীমনি যে টলিউডের সিনেমায় চুক্তিবদ্ধ সেটা জানা গিয়েছিল বেশ কয়েক দিন আগেই। তখন সিনেমার প্রসঙ্গ খোলাসা না করলেও আবারও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সরব হয়েছিলেন নায়িকা। তবে ধীরে ধীরে আসতে থাকে কলকাতায় পরীর নতুন সিনেমার তথ্য-উপাত্ত।

সোমবার পশ্চিমবঙ্গে উড়াল দিয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা। ‘ফেলুবকশি’র শুটিংয়ে অংশ নিতেই এবার কলকাতায় গেলেন পরীমনি। নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে কলকাতা মিশন শুরু হয় তাঁর। পরীর কলকাতার প্রথম ছবির নাম ‘ফেলুবকশি’। পরিচালনায় থাকছেন দেবরাজ সিনহা। সিনেমাতে পরীমনির নায়ক টলিউডের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। মঙ্গলবার থেকে শুরু হয় সিনেমার প্রাথমিক শুটিংয়ের কাজ। ২৬ মার্চ থেকে কলকাতার বিভিন্ন লোকেশনে শুরু হবে শুটিং।

#