চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের লাতুরগাঁও গ্রামের গিয়াস উদ্দিন ওরপে আব্দুল হাসিম নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। চুনারুঘাট উপজেলার লাতুরগাঁও গ্রামের আব্দুল মতলিব সর্দারের ছেলে গিয়াস উদ্দিন ওরফে আব্দুল হাসিম (৬০)।
জানা যায়- মঙ্গলবান (২১ মে) প্রতিদিনের ন্যায় আব্দুল হাসিম স্থানীয় নালমুখ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। দুর্বৃত্তরা হাসিমের বসতবড়ি থেকে প্রায় দুই’শ গজ দক্ষিণে তেমুনিয়ায় আসা মাত্রই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়সহ থানা পুলিশ এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।