চারঘণ্টায় ভোট পড়েছে ২০ শতাংশের কম : ইসি সচিব

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১০ মাস আগে

তৃতীয় ধাপে দেশের ৮৭ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম চারঘণ্টায় ২০ শতাংশের কম ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। আজ বুধবার (২৯ মে) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব জাহাংগীর আলম বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নেটওয়ার্ক জটিলতায় সকালে থেকে অ্যাপসে কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে সরেজমিন তথ্যের মাধ্যমে এই তথ্য জানা গেছে। এতে দেখা গেছে কোথাও ১৭, কোথাও ১৮ ও কোথাও ২০ শতাংশ ভোট পড়েছে। তবে সামগ্রিকভাবে ২০ শতাংশের কম ভোট পড়েছে। মোট ভোটকেন্দ্র ৭ হাজার ৪৫০। এর মধ্যে অর্ধেক তথ্য পেয়েছি।

এর আগে বুধবার (২৯ মে) সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ ধাপে ১০৯টি উপজেলায় ভোটগ্রহণের কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের কারণে ২২টির ভোট স্থগিত করা হয়েছে।

তৃতীয় ধাপে ১১২টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর এর আগে আরও দুটি উপজেলা নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। ফলে এ ধাপে মোট ৮৭টি উপজেলায় ভোটগ্রহণ করা হচ্ছে।

#