রেমালে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে প্রস্তুত জাপান

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে
জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও

ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক শোকবার্তায় জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও বলেন, এই কঠিন সময় থেকে বেরিয়ে আসার জন্য সবসময় বাংলাদেশের পাশে থাকবে জাপান। বাংলাদেশে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর দ্রুত পুনরুদ্ধারে প্রয়োজনীয় সহায়তা প্রদানে তার সরকার প্রস্তুত রয়েছে।

বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড়ের ফলে অনেক মূল্যবান প্রাণহানি হয়েছে এবং বিশেষ করে উপকূলীয় দক্ষিণাঞ্চলে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে জেনে তিনি গভীরভাবে দুঃখিত। জাপানের প্রধানমন্ত্রী দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

#