শেরে বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ

: বরিশাল ব্যুরো
প্রকাশ: ৭ মাস আগে

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে শেরে বাংলা ফাউন্ডেশন। এ সংগঠনের পক্ষ থেকে গতকাল শুক্রবার বানারীপাড়া-উজিরপুরে প্রায় আট শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। শেরে বাংলার নাতি এ কে ফাইয়াজুল হক রাজুর নির্দেশনায় ও উদ্যোগে এ ত্রাণসামগ্রী বিতরণ করেন স্ত্রী সালমা ফাইয়াজ ও তার পরিবারবর্গ, সৈয়দ নুর নবী বাবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বরিশালের বানারীপাড়ায় উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সন্ধ্যানদীসংলগ্ন এ উপজেলায় কোনো বেড়িবাঁধ না থাকায় এবং নিম্নাঞ্চল হওয়ার এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। উপজেলার আটটি ইউনিয়নের সবকটি ইউনিয়নই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্লাবিত হয়েছে। ফলে এ উপজেলার অধিকাংশ মানুষের ক্ষতি হয়েছে। কাঁচা বাড়ি-ঘর পানিতে প্লাবিত হয়েছে, পুকুরে তলিয়ে চাষের মাছ বের হয়ে গেছে, বিভিন্ন প্রকার ফসলের ক্ষতি হয়েছে।

  • শেরে বাংলা
  • #