জলবায়ু বিজ্ঞানী এখন মেক্সিকোর রাষ্ট্রপ্রধান

: আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে ইতিহাস গড়লেন জলবায়ু বিজ্ঞানী ক্লডিয়া শেনবাউম। মেক্সিকো সিটির সাবেক এই মেয়র দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

বিদায়ী প্রেসিডেন্ট ম্যানুয়েল লোপেজের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন ক্লডিয়া। দরিদ্র জনগোষ্ঠীর মাঝে তাদের বিপুল জনপ্রিয়তা রয়েছে। লোপেজ ২০১৮ সাল থেকে মেক্সিকোর ক্ষমতায় ছিলেন। মেক্সিকোর সংবিধান অনুযায়ী একজন প্রেসিডেন্ট ছয় বছরে এক মেয়াদেই শুধু ক্ষমতায় থাকতে পারেন। এ কারণে তিনি আর প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন না।

প্রতিশ্রুতি দিয়ে লোপেজ ক্ষমতায় এসেছিলেন তার অনেকগুলোই পূরণ করতে না পারলেও তার দারিদ্র হ্রাসের প্রচেষ্টা ও বয়স্ক মেক্সিকানদের সহায়তা ব্যাপক জনপ্রিয়তা পায়। তাই বর্তমান প্রেসিডেন্টর সমর্থন ক্লডিয়ার ভোটার সংখ্যা বাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আনুষ্ঠনিক ফল অনুযায়ী, ৬১ বছর বয়সী ক্লডিয়া প্রাথমিকভাবে ৫৮ থেকে ৬০ শতাংশ ভোট পেয়েছেন। তার মূল প্রতিদ্বন্দ্বি শোটিল গ্যালভেজ পেয়েছেন ৩০ শতাংশ ভোট।

ক্লদিয়া শেনবাউম বিজ্ঞানের মানুষ। জ্বালানি প্রকৌশলে (এনার্জি ইঞ্জিনিয়ারিং) তাঁর পিএইচডি ডিগ্রি আছে। তিনি জলবায়ুবিজ্ঞানী। তাঁর ভাই পদার্থবিদ। ২০২৩ সালে অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সঙ্গে এক আলাপচারিতায় শেনবাউম বলেছিলেন, আমি বিজ্ঞানে বিশ্বাসী।

  • মেক্সিকো
  • #