ভারতের লোকসভা নির্বাচনের বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের আভাস দেওয়া হয়েছিল, তা ভোট গণনার সঙ্গে সঙ্গে ম্লান হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের কাছে নরেন্দ্র মোদির বিজেপি ধরাশায়ী হতে যাচ্ছে।
মঙ্গলবার (৪ জুন) দুপুর ২টা ২৫ মিনিট পর্যন্ত ঘোষিত প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, এ রাজ্যের ৪২টি আসনে মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে থাকা তৃণমূল এগিয়ে আছে ৩০টি আসনে। আর ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এগিয়ে আছে ১১টি আসনে। অন্য একটি আসন পেয়েছে কংগ্রেস।