বানারীপাড়ায় উপজেলা চেয়ারম্যান হলেন ফারুক

: বানারীপাঢ়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ৭ মাস আগে

বানারীপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক। তিনি দোয়াত কলম প্রতীক নিয়ে মোট ৩৩ হাজার ৩৩১ ভোট পেয়ে পুনরায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক । অ্যাড. মাওলাদ হোসেন সানা মটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৫১৬ ভোট।

উড়োজাহাজ প্রতীক নিয়ে পুনরায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা তালুকদার। মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাঁস প্রতীকের নাজমিন জাহান পলি।

বিক্ষিপ্ত সংঘর্ষ ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোট অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি কেন্দ্রে ও মোবাইল ডিউটিরত আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা ছিল।

  • বানারীপাড়া
  • #