ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) নেতা হিসেবে নরেন্দ্র মোদিকে নির্বাচিত করেছে এই জোটের সদস্য দলগুলো। শুক্রবার দিল্লিতে এনডিএ জোটের আইনপ্রণেতাদের বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী পদের জন্য জোটের পক্ষ থেকে তাকে নির্বাচিত করা হয়েছে। এর ফলে মোদি টানা তৃতীয় মেয়াদে দিল্লির মসনদে বসতে যাচ্ছেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, আজ আরও পরের দিকে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন নরেন্দ্র মোদি। ওই সময় তিনি নতুন সরকার গঠনে রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানাবেন। আর নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রীর শপথ রোববার সন্ধ্যায় শপথ নেবেন বলে জানিয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) একজন মুখপাত্র।
ভারতে সদ্যসমাপ্ত নির্বাচনে সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। গত এক দশকের মধ্যে এবারই প্রথম আঞ্চলিক দলগুলোর সমর্থনে জোট সরকার গঠনে বাধ্য হচ্ছেন নরেন্দ্র মোদি।