ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

: কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ৬ মাস আগে

কক্সবাজারের কুতুবদিয়া ধূরুং বাজারের গ্যাস সিলেন্ডার ব্যবসায়ী তারেকের খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার (৬জুন) বিকালে ৫টার ধুরুং বাজার চৌরাস্তার মোড়ে  এ মানববন্ধন হয়।

বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. হোছাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ধুরুং স্কুল অ্যান্ড কলেজের অধক্ষ্য মোর্শেদুল আলম, ধুরুং বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মিজবাউল আলম সিকদার, ডা. আবুল কালাম ও রাশেদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় মানববন্ধনে বক্তারা অবিলম্বে হত্যারকারীদের গ্রেফতার করে  দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রসঙ্গত, বুধবার (৫ জুন) সকালে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের মগলাল পাড়া সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে থানা সূত্রে জানা গেছে।  এ ঘটনায়  একজনকে আটক করা হয়েছে। নিহত ব্যবসায়ী মো. তারেক দক্ষিণ ধূরুং ইউনিয়নের মুছা সিকদার পাড়া মৃত আবু তাহেরের ছেলে।

  • কুতুবদিয়া
  • #