কালো টাকা সাদা করার সুযোগ থাকা নিন্দনীয় : সানেম

:
প্রকাশ: ৬ মাস আগে
কালো টাকা সাদা করার সুযোগ থাকা নিন্দনীয় : সানেম

প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে কালো টাকা বৈধ করার সুযোগ দেয়ার বিরোধিতা করেছে গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)। এতে সৎ করদাতারা উৎসাহ হারানোর পাশাপাশি সমাজে কর ব্যবস্থাপনায় বৈষম্য তৈরি করবে বলে মনে করে সংস্থাটি। আজ শনিবার (৮ জুন) মহাখালী ব্র্যাক সেন্টার ইনে আয়োজিত ‘বাজেট পর্যালোচনা ২০২৪-২৫’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংস্থাটির কর্তাব্যক্তিরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, মাত্র ১৫ শতাংশ করের মাধ্যমে কালোটাকাকে সাদা করার সুযোগ দেয়া কোনোভাবেই উচিত নয়। এ ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়া উচিত। পরবর্তী সময়ে সংশোধিত বাজেটে এ সিদ্ধান্ত থেকে সরে আসবে সরকার, এমন আশাও প্রকাশ করেন তিনি।

বাজেটে প্রত্যক্ষ কর থেকে পরোক্ষ করের ওপর বেশি গুরুত্ব দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাজস্ব আদায়ে যেখানে প্রত্যক্ষ করে গুরুত্ব দেয়া দরকার ছিল, সেখানে পরোক্ষ করে বেশি গুরুত্ব দিয়েছে সরকার। অন্যদিকে অতি ধনীদের থেকে কর আদায় করতে না পারলে, সাধারণ মানুষের কাছ থেকে কর নেয়াও ন্যায্য হবে না বলে মন্তব্য করেন সানেমের নির্বাহী পরিচালক।

তিনি বলেন, ঋণ নিয়ে যে মেগাপ্রকল্প করা হয়েছে, সেগুলোর যথাযথ মূল্যায়ন করা দরকার। ঋণ পরিশোধের জন্য সময় যথেষ্ট কম দেয়া হয়। সরকারকে বৈদেশিক মুদ্রাতেই ঋণ পরিশোধ করতে হবে। অন্যদিকে ঋণখেলাপির পরিমাণ বাড়ছে ব্যাংকে। তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে পারছে না। তা ছাড়া প্রেক্ষিত পরিকল্পনা ও ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে বাজেটের কোনো মিল নেই।

  • কালো টাকা
  • বাজেট
  • #