এমপি আনার হত্যা : সিয়ামকে নিয়ে অভিযানে মিলল হাড়গোড়

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় আটক সিয়াম হোসেনকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছে কলকাতার সিআইডি। অভিযানের সময় ভাঙড় এলাকায় একটি ঝোপের পাশ থেকে কিছু হাড়গোড় উদ্ধার করা হয়েছে।

কলকাতার সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, আজ রোববার সকালে আটক সিয়ামকে নিয়ে ভাঙড়ের পোলেরহাট থানা এলাকার কৃষ্ণমাটিতে বাগজোলা খালে নামে সিআইডি। তল্লাশির পর একটি ঝোপের পাশ থেকে বেশ কিছু হাড়গোড় উদ্ধার হয়।

হাড়গুলো দেখে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, সেগুলো মানুষেরই। তবে এগুলো আনোয়ারুল আজিমেরই কিনা, তা এখনও স্পষ্ট নয়। এ জন্য করতে হবে ফরেন্সিক পরীক্ষা।

এর আগে কলকাতার নিউ টাউনের অভিজাত আবাসনে সেপটিক ট্যাঙ্ক থেকে পাঁচ কেজির মতো ছোট ছোট মাংসের টুকরো উদ্ধার করেছিল সিআইডি। সেই মাংস কি এমপি আনারের, তা জানতে ফরেন্সিক পরীক্ষা করা হচ্ছে। এবার হাড়গুলো ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে।

  • কোলকাতা
  • বাংলাদেশ
  • সংসদ সদস্য
  • #